মোঃ রমজান হোসেন, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন ও প্রাক্তন ছাত্র- ছাত্রী শিক্ষক সহ ঈদুল আযাহারের পরের দিন পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার ৪০ বছরের পুরানো জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেন নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা। আনন্দ উল্লাস ও উৎসবের জন্য সাজানো হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয় সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বিশাল রালীর আয়োজন করা হয়৷
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।
এসময়, আরো উপস্থিত ছিলেন উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাস ইউপি চেয়ারম্যান রিপন মাহমুদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকুল কুমার সাহা বুদু প্রমুখ।
১৮ জুন (মঙ্গলবার) বিকাল ৪টায় আলোচনা সভা ও শিক্ষক সম্মাননার মাধ্যমে উক্ত উৎসব শুরু হয়। পরে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এসময় প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, পুরনো এই বিদ্যালয়ে থেকে বহু শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। তারা দেশের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই প্রবাস থেকে এসেছেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করা হয়৷ ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন ও নতুন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷ সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে বলে স্কুল কমিটি জানান৷ বিশেষ করে ১৯৯৭ সালের শিক্ষার্থীদের সহযোগিতা ও পরিশ্রম বেশি ছিল বলেও জানান স্কুল কমিটি৷
এরপর লটারির মাধ্যমে ২৪ জনকে পুরস্কৃত করা হয়!
Leave a Reply