News Headline :
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাসনাত-সারজিসের রিট ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ রাজধানীতে পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার; গুরুতর আহত ৩ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর শহিদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়: প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি সময়োপযোগী ও বাস্তবসম্মত: টিআইবি
ঈদের আনন্দে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ বন্ধু

ঈদের আনন্দে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ বন্ধু

★কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ে তিনবন্ধু ঘুরতে বের হয়ে ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

১৮জুন (মঙ্গলবার) দুপুরে চকরিয়া উপজেলার চকরিয়া মগনামা সড়কের হারবাং ছড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার পেন্ডাইর পাড়ার সিরাজ মিয়ার একমাত্র ছেলেও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন শাওল(১৯)

এছাড়া মোঃ রাকিব(২১)নামে অপর এক বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে তাইয়েব দুই বন্ধু রাকিব ও শাহাদাত হোসেন শাওল সহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মগনামা ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হারবাং ছড়া ব্রীজ নামক এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাইয়েবের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হয় বাইকে থাকা রাকিব ও শাহাদাত। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন শাওলের মৃত্যু হয়।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তাইয়েবের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।চিকিৎসাধীন অবস্থায় নিহত শাহাদাত হোসেনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed by Pious.Cloud