★ডিমলা (নীলফামারী) প্রাতিনিধি : নীলফামারীর ডিমলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আগামী ১২ জুলাই (শুক্রবার) বিকাল ৩.০০ টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্ৰীয় কমিটির সভাপতি মোঃ গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা ও মেয়র নীলফামারী পৌরসভা, নীলফামারী জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, মাননীয় জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-০১, সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ডিমলা উপজেলা শাখা,মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, চেয়ারম্যান, ডিমলা উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ডিমলা উপজেলা শাখা, নাফিউল করিম (নাফা), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, মুহাম্মদ আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, রাজিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, মজিনুর রহমান(মজনু), সদস্য, জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,মোঃ কামরুজ্জামান(কামরুল), সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নীলফামারী জেলা শাখা। উদ্বোধন করবেন,মোঃ মহসিন মন্ডল (মিঠু), সভাপতি, বাংলাদেশ আওয়ামী নাফিউল করিম (নাফা), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,স্বেচ্ছাসেবক লীগ, নীলফামারী জেলা শাখা ও ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা ।বিশেষ বক্তা, রাখবেন জনাব মোঃ রাসেল আমিন স্বপন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,নীলফামারী জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন,এ.এইচ.এম ফিরোজ, আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সম্মেলন প্রস্তুত কমিটি ডিমলা উপজেলা শাখা ও চেয়ারম্যান, ৩নং ডিমলা ইউনিয়ন পরিষদ। সঞ্চালনা করবেন উত্তম কুমার ডিমলা রায়, সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সম্মেলন প্রস্তুত কমিটি ডিমলা উপজেলা শাখা ও ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ। আরও উপস্থিত থাকবেন বিভিন্ন সংগঠনের উপজেলা ও জেলা নেত্রীবৃন্দ।
ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২০২৩ খ্রিঃ ২৯ শে মার্চ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদনের পর অদ্যবধি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃত্বে ইতিমধ্যে আত্ম সামাজিক মূলক ও সাংগঠনিক কর্মকান্ড সফলতার সাথে পালন করে আসছেন। ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন, ১০টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন, শীতবস্ত্র বিতরণ, বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নিরলস ভূমিকা পালন করেছেন।আগামী ১২ জুলাই রোজ শুক্রবার বিকাল ৩.০০ টায় সম্মেলন সফল করার লক্ষ্যে ডিমলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ১৭৫ জন কাউন্সিলর ৫০০ডেলিগেটস সহ ৭টি উপ-কমিটি গঠন করা হয়।
আধুনিক,অসম্প্রদায়িক,ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী। স্বেচ্ছাসেবক লীগ দেশের তরুণ ও যুব সমাজকে নিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে অতন্দ্র প্রহরী হয়ে বিশ্বস্ত ভ্যানগার্ডের ন্যায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায়
উদ্বুদ্ধ, মেধাভিত্তিক সমাজ গঠনে তথা বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply