News Headline :
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাসনাত-সারজিসের রিট ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ রাজধানীতে পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার; গুরুতর আহত ৩ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর শহিদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়: প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি সময়োপযোগী ও বাস্তবসম্মত: টিআইবি
সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা; গ্রেফতার ৭

সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা; গ্রেফতার ৭

★সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের প্রধানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ জুন) রাত ১১ টায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার কলেজ এক্স ভবনের তৃতীয় তলায় ফিউচার প্লান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারকদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের প্রধান ফিউচার প্লান সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার উত্তরচরবিশ্বাস গ্রামের খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম(২৪), প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইসমাইল শাহের ছেলে আল আমিন(২৪), নরসিংদী জেলার সদর থানার রসুলপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে লাদিন জিহাদ(২১), সিলেট জেলার বিয়ানী বাজার থানার গজ্জিত্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন(২১), রংপুর জেলার কোতোয়ালি থানার কুটির পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুল আহাদ (২০), সিরাজগঞ্জ জেলার চরমালসা পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কাপাসডাঙ্গা গ্রামের লালচানের ছেলে সাগর হাসান (২০)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরি প্রার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত ৬ পাতা ফরম, ১৩টি মানি রিসিট মুড়ি বহি, ৭টি রেজিস্টার খাতা, ২টি সিল মহর, ৬০০টি যোগদান ফরম, ৬০০টি টাকার অফেরতযোগ্য অঙ্গীকারনামা, কমিশনের টাকা তোলার ২টি ডায়রি, পূর্বের ভুয়া একটিভ গার্ডস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সাভারে দীর্ঘদিন ধরে ফিউচার প্লান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক-যুবতীদের প্রলুব্ধ করতো। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফরম, সিকিউরিটি মানি বাবদ টাকা নিয়ে সেটা আত্মসাৎ করতো। চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান তিনি।

এর আগেও রাজধানীর উত্তরা থেকে এই চক্রের একটিভ গার্ডস সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে আরেকটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার দায়ে গ্রেফতার হয় প্রতারক চক্রের প্রধান রবিউল ইসলামসহ অন্যরা। প্রতারণার দায়ে এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু ও তাদের গ্রেপ্তার হওয়ার কথা প্রাথমিকভাবে সাভার মডেল থানা পুলিশের কাছে স্বীকার করেছে প্রতারক চক্রটি।

এ ঘটনায় বাগেরহাট জেলার চিতলমারী থানার পাঙ্গাসিয়া গ্রামের ননী গোপাল গুহর ছেলে সৌরভ গুহ (৩০) সহ কয়েকজন ভুক্তভোগী একত্রে বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed by Pious.Cloud