★মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৪ জুয়ারুকে আটক করেছে জেলা পুলিশ।
১৯ জুন (বুধবার) ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা, সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৩০ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল, ১২ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার অপরাধে ০৪ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ লাল মিঞা (৩৮), এর বসতবাড়ির ভিতর থেকে ৩০ (ত্রিশ) লিটার চোলাই মদ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে, পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ১ নং ভোমরাদহ ইউপির ৯ নং ওয়ার্ড দুবড়া গ্রামের জনৈক সনির চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মৃত খায়রুল ইসলামের ছেলে মোঃ রুবেল (৩২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ১ নং রাণীশংকৈল পৌরসভার ৯ নং ওয়ার্ড মহলবাড়ী গ্রামের মৃত জবেদ শেখ, স্বামী মৃত আবদুর রহমানের স্ত্রী মোছাঃ সম্পা খাতুন (৪০) এর বসতবাড়ির ভিতর থেকে ১২(বার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের জনৈক মোঃ আবুল হোসেনের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী ঘরের ভিতর অবৈধভাবে টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়। এসময় জুয়ার আসর থেকে ১ (এক) সেট কাগজের তাস, ৫২ (বায়ান্ন) টি, ১ (এক) টি নীল রংয়ের মোটা পলিথিনের চট এবং জুয়া খেলার সর্বমোট ২,১৯০ (দুই হাজার একশত নব্বই) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কসালগাও( বাসা বাড়ী) গ্রামের মৃত বুধারু মোহাম্মদ এর ছেলে মোঃ আবুল হোসেন(৫৩), ঘনিবিষ্টপুর গ্রামের মৃত ফজলু হক এর ছেলে মোঃ তহিরুল ইসলাম(৫২), কসালগাও (বাসাবাড়ি) গ্রামের লতিফ খা এর ছেলে মোঃ সুলতান খাঁ(৩৫) এবং কশালগাও(বাসাবাড়ি) গ্রামের ফারাজ উদ্দিন এর ছেলে মোঃ আক্তারুল ইসলাম(৩০)। পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রুহিয়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply