★অনলাইন ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের চাঁদপুর জেলার মতলবে একটি মসজিদের ইমাম অভিযোগ করছেন যে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জুমার নামাজের আগে বয়ানের কারণে মসজিদ কমিটি তাকে চাকুরিচ্যুত করেছে।
তবে মসজিদ কমিটির সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেছেন, সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ইমামকে যথাযথ নিয়ম কানুন মেনে চাকুরি থেকে বিদায় দেয়ার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিলো।
মতলবের উত্তর উপজেলার পৌর এলাকার বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ইমাম ও মসজিদ কমিটিকে নিয়ে বিভেদ তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। ইমামের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়াকে কেন্দ্র করে কয়েকটি পরিবারকে একঘরে করার চেষ্টার অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সব পক্ষের সাথে আলোচনা করে আপাতত এর সমাধান করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে তার মনে হয়েছে ইমামের চাকুরীচ্যুতির সাথে নামাজের আগে দেয়া বয়ানের সম্পর্ক নেই।
প্রসঙ্গত, ইসলাম ধর্মীয় বিধান অনুযায়ী প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে ইমাম যে বয়ান করে থাকেন সেখানে ধর্মীয় নানা বিষয়ের পাশাপাশি অনেক সময় দেশ, সমাজ ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় উঠে আসে।
ইমামরা ধর্মের আলোকে জীবনকে পরিচালনায় উদ্বুদ্ধ করতে এসব বিষয়ে বয়ান করে থাকেন।
Leave a Reply