News Headline :
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাসনাত-সারজিসের রিট ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ রাজধানীতে পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার; গুরুতর আহত ৩ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর শহিদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়: প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি সময়োপযোগী ও বাস্তবসম্মত: টিআইবি
রাসিকের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল

রাসিকের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল

★রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় কোরবানির জন্য এবার ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার জন্য রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আর এবারও ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণ করতে চাইছে প্রতিষ্ঠানটি। এজন্য রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি এরই মধ্যে বাতিল করা হয়েছে।

রোববার (১৬ জুন) দুপুরে রাসিক জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা।

এদিন কোরবানির জন্য ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থান থেকে দ্রুতই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

এছাড়া মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুমও (অভিযোগ নেওয়ার সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত) খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের ১ হাজার ৩৯৪ জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এজন্য ৩০টি ওয়ার্ডে প্রায় ৪শ’টি ভ্যান নিয়োজিত থাকবে এ কাজে। এছাড়া দুইটি স্টীড রোলার, ছয়টি ট্রাক্টর ডবল ট্রলিসহ, ১৫টি হাইড্রোলিক ট্রাক, দুইটি পানি শোধন ট্রাক নিয়োজিত করা হবে। পর্যাপ্ত ব্লিচিং পাওডার ছিটানো হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযিম জানান, পবিত্র ঈদুল আজহার পরদিনই মহানগরবাসীকে পরিচ্ছন্ন মহানগর উপহার দেওয়ার লক্ষ্যে সিটি মেয়েরের নির্দেশে ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে লিফলেট প্রচার করা হয়েছে।

প্রতিটি ওয়ার্ডের মসজিদে ইমামদের মাধ্যমে জুমার নামাজের খুতবার সময় প্রচারের ব্যবস্থা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed by Pious.Cloud