News Headline :
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাসনাত-সারজিসের রিট ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ রাজধানীতে পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার; গুরুতর আহত ৩ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর শহিদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়: প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি সময়োপযোগী ও বাস্তবসম্মত: টিআইবি
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক

★চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

বিদেশি পিস্তল-০১টি, ম্যাগাজিন-০২টি এবং ০৬ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব-৫।

৩১ মে (শুক্রবার) ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মরিচাডাঙ্গা মোর কালভাট ব্রীজ থেকে ৫০০ গজ উত্তর দিকে গোমস্তপুর থেকে রহনপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ সোহান আলী (২০) কে আটক করা হয়।

আটককৃত সোহান আলী চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদ ও সামিয়ারা বেগম দম্পতির ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিজানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মরিচা ডাঙ্গা মোড় কালভার্ট ব্রীজ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোরিক্সা থামিয়ে তল্লাশীকালে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed by Pious.Cloud